॥ উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় হীরা (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে মোটর সাইকেল নিয়ে উল্লাপাড়া বাজার থেকে বাড়ী যাবার পথে গাড়ী চাপায় মারা যান। ঘটনাটি ঘটে নগরবাড়ি- বগুড়া মহাসড়কের উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় মোটর সাইকেল করে হীরা উল্লাপাড়া বাজার থেকে তার গ্রামের বাড়ী পূর্বদেলুয়া আসছিলো। এ সময় শ্রীকোলা বাস¯ট্যান্ড সংলগ্ন এলাকায় অজ্ঞাত কোনো যানবাহন তার মোটর সাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হীরার মৃত্যু হয়।
নিহত হীরা উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে ও উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ছাত্র।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটর সাইকেল করে হীরা উল্লাপাড়া বাজার থেকে তার গ্রামের বাড়ী পূর্বদেলুয়া আসছিলো। এ সময় শ্রীকোলা বাস¯ট্যান্ড সংলগ্ন এলাকায় অজ্ঞাত কোনো যানবাহন তার মোটর সাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হীরার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। পুলিশ ঘাতক পরিবহন শনাক্ত করে আইনের আওতায় এনে চালককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল