॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
“স বার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্য কে সামনে রেখে, সিরাজগঞ্জে বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে ডিসি অফিসের অফিসার্স ক্লাবে এসে শেষ হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি কে পরিসংখ্যান দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। সেই থেকে প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালন করে আসছে পরিসংখ্যান অফিস। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে এই পরিসংখ্যান অফিস আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আশা ও প্রত্যাশা করেন প্রধান অতিথি ।
সোমবার ২০ অক্টোবর ২০২৫ সকাল ১০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় ও সিরাজগঞ্জ জেলা পরিসংখ্যান অফিস কর্তৃক আয়োজিত বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হয়েছে । সিরাজগঞ্জ জেলা র সুযোগ্য পরিসংখ্যান উপ-পরিচালক, মোছাঃ মাহমুদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক), ।
প্রধান অতিথি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে পরিসংখ্যান অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কাজ করে চলেছে। সঠিক ও মানসম্মত পরিসংখ্যান সরকারের নীতি নির্ধারণ, বাজেট প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ভিত্তিতে সুষ্ঠু ও সুন্দরভাবে করে থাকে এই পরিসংখ্যান অফিস ।২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি কে পরিসংখ্যান দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। সেই থেকে প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিবসটি পালন করে আসছে পরিসংখ্যান অফিস। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে এই পরিসংখ্যান অফিস আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আশা ও প্রত্যাশা করেন প্রধান অতিথি ।
এ সময় বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ হাফিজুর রহমান, জাতীয়তাবাদী বীর মুক্তিযোদ্ধা দলের সিরাজগঞ্জের আহবায়ক আজিজুর রহমান দুলাল, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার মনোরঞ্জন, তথ্য অফিসার মোহাম্মদ আলী, ইসলামী ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত উপ পরিচালক ( পি,পি) কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সহ সকল উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়গঞ্জ ও তাড়াশ পরিসংখ্যান অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।