॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে নোয়াখালীর হাতিয়া পরিদর্শন করেছেন কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটাররা যাতে শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- সে লক্ষ্যে নৌবাহিনী কাজ করে যাচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ক্যাম্পাসে নৌবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন। এবং নৌ-কন্টিনজেন্ট সদস্যদের আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে দিকনির্দেশনা প্রদান করেন। দুপুরের পর তিনি নৌবাহিনীর জাহাজে হাতিয়া ত্যাগ করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটাররা যাতে শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- সে লক্ষ্যে নৌবাহিনী কাজ করে যাচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, সরকারের নির্দেশনা অনুযায়ী গত বছরের ২০ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে এই বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল