॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
প্র কৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধণা, সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান শনিবার (১৭ জানুয়ারি) সকালে হাতিয়া শহর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
হাতিয়া উপজেলার ৩২ টি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ১২৩০ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৪ জন উত্তীর্ণ হয়। এদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের কে নগদ ২৫০০ টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কে নগদ ১৫০০ টাকা করে প্রদান করা হয়।
ট্রাস্টের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ দিদারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ এনামুল হক। বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা ককর্মকর্তা মাহমুদ জিহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ,নম হাসান, সেক্রেটারি মোহাম্মদ আবু সোলেমান, প্রকৌশলী মোঃ দিদারুল ইসলামের গর্বিত পিতা মোঃ আবদুর জাহের সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ছাত্র ছাত্রী ও অভিভাবক বৃন্দ।অনুষ্ঠানে ৮৪ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ,ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য হাতিয়া উপজেলার ৩২ টি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ১২৩০ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৪ জন উত্তীর্ণ হয়। এদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের কে নগদ ২৫০০ টাকা এবং সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কে নগদ ১৫০০ টাকা করে প্রদান করা হয়।
হাতিয়া দিদারুল আলম ট্রাস্টের ট্যালেন্টপুলে ফাইজা তাসনুর ইকরা। এ এম উচ্চ বিদ্যালয়। ৭ম শ্রেণী। পিতা : কামাল পাশা। মাতা: ফাতেমাতুজ শিপা।গ্রাম :গুলাখালি ১নং ওয়ার্ড। বুড়িরচর. হাতিয়া – নোয়াখালী।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল