Thursday , 1 May 2025

উল্লাপাড়ায় ভূট্টা কাটা শুরু, ফলনে খুশি কৃষকরা—তবে বাজারদরে অসন্তোষ

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় ভূট্রা ফসল কাটা শুরু হয়েছে। এর ফলন ভালো হারে মিলছে। এক মণ ভূট্টা সাড়ে সাতশো থেকে আটশো টাকায় কেনাবেচা হচ্ছে বলে জানানো হয়।

 গত বছর আবাদ হয়েছিল ২৮০ হেক্টর জমিতে। বেশির ভাগ দেখা যায় হাইব্রিড জাতের ভুট্টার আবাদ হচ্ছে তার মধ্যে সুপার শাহিন, এনকে-৪০, সান শাইন এই সকল জাত বেশি চাষাবাদ হচ্ছে। যেহেতু ভুট্টা উচ্চ ফলনশীল একটি ফসল এর ফলে ভুট্টা চাষাবাদ করে কৃষকরা ব্যাপক লাভবান হচ্ছে।

উপজেলা কৃষি অফিস থেকে জানা তথ্যে এবারের মৌসুমে উপজেলায় প্রায় ৩১০ হেক্টর জমিতে ভূট্টা ফসলের আবাদ করা হয়েছে। এবারে উপজেলায় ২৮০ হেক্টর পরিমাণ জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা ছিলো।

সেখানে লক্ষ্যমাত্রার চেয়ে ৩০ হেক্টর পরিমাণ বেশী জমিতে এর আবাদ হয়েছে। বিভিন্ন মাঠে কৃষকেরা উচ্চ ফলনশীল নানা জাতের ভূট্রা ফসলের আবাদ করেছেন ।

জমি থেকে তোলার পর সে ভূট্রা মণ প্রতি সাড়ে সাতশো টাকা দরে কেনাবেচা হচ্ছে। একেবারে শুকানোর পর সে ভূট্রা এক হাজার থেকে এগারো টাকা মণ দরে কেনাবেচা হচ্ছে বলে কৃষক ফারুক মিয়া ও তার সাথের আরো কয়েকজন কৃষক জানান।

উল্লাপাড়া সদর ইউনিয়নে চালা গ্রামের কৃষক শাহআলম আকন্দ জানান,আমি কৃষি কাজ করি কিন্তু আমাদের চরায় ধানের আবাদ করলে ধানের ফলন কম হয় এবং ধানে বিভিন্ন পোকা-মাকড় আক্রমন করে সেই কারনে আমি নিজ থেকেই উদ্যোগ নিলাম যে, আমাদের চরায় ভুট্টার আবাদ করলে ধানের চেয়ে লাভবান হওয়া যাবে। এবং ভুট্টা আবাদ করে শ্রম দিয়ে প্রায় ১৮০ দিন ভুট্টার বয়স হওয়ার কারনে আমার ফলন ভালো হয়েছে এবং প্রতি শতক জমিতে আমি একমন দশ সের করে ফলন পেয়েছি। আমি ৮০ শতক জমিতে আবাদ করেছি। এর পরেও আবাদ করবো যদি কৃষি অফিস থেকে আমাকে সহযোগিতা করে।

একই গ্রামের মুকুল উদ্দিন জানান,আমি ৫ বিঘা জমিতে আবাদ করেছি। আমি নিজ থেকেই ভুট্টা আবাদের সিন্ধান্ত নিয়েছি। আমি বিঘায় ৩৫ মন ফলন পেয়েছি কিন্তু খরচ একটু বেশি হয়ে গেছে কিন্তু দাম কম।

আরেকজন কৃষক জাজান,আমি ১ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি কিন্তু দাম এবার কম। ১ বিঘায় ৩০/৩৫ মন হতে পারে। গত বছর বিক্রি করেছিলাম ১১০০ টাকা মন এবার বিক্রি হচ্ছে ৭০০/৭৫০শত টাকা মন। তাতে করে যে খরচ হয়েছে সেই অনুযায়ী দাম পাচ্ছি না। যদি এরকম কম দাম থাকে তাহলে আগামীতে আবাদ করবো না।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্না ইয়াছমিন সুমি বলেন, আমাদের উল্লাপাড়া উপজেলাতে এ বছর ৩১০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। গত বছর আবাদ হয়েছিল ২৮০ হেক্টর জমিতে। বেশির ভাগ দেখা যায় হাইব্রিড জাতের ভুট্টার আবাদ হচ্ছে তার মধ্যে সুপার শাহিন, এনকে-৪০, সান শাইন এই সকল জাত বেশি চাষাবাদ হচ্ছে। যেহেতু ভুট্টা উচ্চ ফলনশীল একটি ফসল এর ফলে ভুট্টা চাষাবাদ করে কৃষকরা ব্যাপক লাভবান হচ্ছে। তবে আমাদের উল্লাপাড়া কৃষি সম্প্রসারন অধিদপ্তর পক্ষ থেকে পরামর্শ থাকবে ভুট্টার আবাদ বৃদ্ধি করার ক্ষেত্রে তাদের গমের আবাদের উপর যেন প্রভাব না পড়ে সেই জন্য আমাদের প্রচারনা চালিয়ে যাচ্ছি। এবং গমের আবাদ কমিয়ে যেন ভুট্টার আবাদ না করে সে পরামর্শ আমাদের থাকবে।

Check Also

রায়পুরায় মহন মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ “শ্র মিক-মালিক এক হয়ে,গড়বো এ দেশ নতুন …