॥ নূরুনবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
১ ৫ ই অক্টোবর ( বুধবার ) সকাল ১১ টায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন , ঢাকার অর্থায়নে , প্রগতি , শ্যামনরের আয়োজনে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালীতে ক্ষুদ্র নৃ -গোষ্ঠির সমন্বিত পরিবার উন্নয়ন কর্মসূচী মুন্ডা সম্প্রদায়ের মধ্যে গাভী বিতরন করা হয়েছে।শ্যামনরের আয়োজনে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালীতে ক্ষুদ্র নৃ -গোষ্ঠির সমন্বিত পরিবার উন্নয়ন কর্মসূচী মুন্ডা সম্প্রদায়ের মধ্যে গাভী বিতরন করা হয়েছে।
উক্ত গাভী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুর রহমান , রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আল মামুন , প্রগতির নির্বাহী পরিচালক আশেক এলাহি , শ্যামনগর উপজেলা উপসহকারী প্রাণি সম্পদ অফিসার সুদীপ্ত বিশ্বাস , সীমান্ত প্রেস কাবের সভাপতি মোঃ নূরুন্নবী ইসলাম ইমন ,
সাধারণ সম্পাদক জি,এম, আব্রাহাম লিংকনসহ সাংবাদিকবৃন্দ। উপকারভোগী ভেটখালী গ্রামের মনোতোষ কুমার মন্ডলের স্ত্রী প্রমিলা রানী মুন্ডা , পঞ্চানন মুন্ডার কন্যা মনোদীপা বালা মুন্ডা , ভটুক মুন্ডার কন্যা ফুলবাসী রানী মুন্ডা , স্বরুপ মুন্ডার কন্যা গিরিবালা মুন্ডা ,অসন্ত সরকারের স্ত্রী গঞ্চা দেবী , রামতনু মুন্ডার কন্যা পবিতা রাশী মুন্ডাকে উক্ত গাভী প্রদান করা হয়।