Tuesday , 16 December 2025

এনায়েতপুরে ফ্রি মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে মানুষের ঢল

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সা ধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিরাজগঞ্জে এনায়েতপুরে পাকুরতলা যুব উন্নয়ন সংগঠনের আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প। দিনব্যাপী এই ক্যাম্পে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

 

ক্যাম্পে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজন অনুযায়ী রোগীদের পরবর্তী চিকিৎসার দিকনির্দেশনাও দেওয়া হয়।

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সাধারণ রোগ, ডায়াবেটিস, রক্তচাপ, চর্মরোগ ও শিশুস্বাস্থ্য বিষয়ে পরামর্শ দেন। পাশাপাশি শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অনেকেই প্রথমবারের মতো নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের ক্যাম্প নিয়মিত হলে সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় অনেকটাই কমে আসবে। ক্যাম্পে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজন অনুযায়ী রোগীদের পরবর্তী চিকিৎসার দিকনির্দেশনাও দেওয়া হয়।

সার্বিক সহযোগিতায় ছিলেন, ইন্জিনিয়ার আজিজুল, ইন্জিনিয়ার স্বপন, নুরুল আলম, বনি আমিন, কাওছার, প্রবাসি মতিউর রহমান (মতি), প্রবাসি আব্দুস সালাম।

Check Also

বেলকুচিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

॥  আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস …