Wednesday , 7 January 2026

সিরাজগঞ্জ-৫ আসনে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষক কর্মশালা’ অনুষ্ঠিত

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

বাং লাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন বিভাগের সার্বিক দিকনির্দেশনায় , ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে, ভোটকেন্দ্র ভিত্তিক পোলিং এজেন্টদের নিয়ে , দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ভোটকেন্দ্র ভিত্তিক পুরুষ ও মহিলা পোলিং এজেন্ট, ভোটকেন্দ্র ভিত্তিক সভাপতি ও বিভাগীয় দায়িত্বশীল গন ডেলিগেট হিসাবে উপস্থিত ছিলেন ।

শনিবার (২২ নভেম্বর) সকালে দক্ষিণ বানিয়াগাঁতী এস.এন. একাডেমি স্কুল এন্ড কলেজের কলেজ ভবনে অনুষ্ঠিত এ প্রোগ্রামের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেলকুচি উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজরুল ইসলাম।

অনুষ্ঠানে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমীর আহসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর, বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,সিরাজগঞ্জ-৫ বেলকুচি -চৌহালী ও এনায়েতপুর আসেনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা মজলিসে শুরা সদস্য ও বেলকুচি উপজেলা আমীর, আরিফুল ইসলাম সোহেল, নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার, নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা আবুল হাশেম সরকার, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতে নায়েবে আমীর আবুল হাশেম প্রামানিক প্রমুখ।

ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ভোটকেন্দ্র ভিত্তিক পুরুষ ও মহিলা পোলিং এজেন্ট, ভোটকেন্দ্র ভিত্তিক সভাপতি ও বিভাগীয় দায়িত্বশীল গন ডেলিগেট হিসাবে উপস্থিত ছিলেন ।

Check Also

ঘন কুয়াশায় হাজারো কর্মজীবী নারী পুরুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছে মোংলা নদীর খেয়া

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লায় পৌষের প্রচন্ড শীত জেঁকে বসেছে। শীতে …