॥ মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের মাসিক সভা শুক্রবার (২ মে) স্থানীয় মিডিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।সভায় পাংশার সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অতীত ঐতিহ্য ধরে রাখতে নবীন ও প্রবীণ লেখকদের সমন্বয়ে সাহিত্য চর্চা কার্যক্রম জোরদার করণ এবং আসন্ন রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব কবি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে এবং সাহিত্য উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মোক্তার হোসেনের উপস্থাপনায় সভায় পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. সহিদুর রহমান, পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাশিম, খোকসা আবু তালেব ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এস.এম কায়কোবাদ, পাংশার ইতিহাস গ্রন্থের লেখক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, কবি মোল্লা মাজেদ, কবি মো. এবাদত আলী সেখ, চক্ষু চিকিৎসক কাজী নাজমুল হক, সাংবাদিক সেলিম মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় পাংশার সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অতীত ঐতিহ্য ধরে রাখতে নবীন ও প্রবীণ লেখকদের সমন্বয়ে সাহিত্য চর্চা কার্যক্রম জোরদার করণ এবং আসন্ন রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।