Wednesday , 10 December 2025

ফ্যাসিস্ট ও গণহত্যাকারী স্বৈরাচার আওয়ামী লীগ পুনুরুত্থানের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

ফ্যাসিস্ট ও গণহত্যাকারী স্বৈরাচার আওয়ামী লীগের পুনরুত্থানের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি।

 

কোনভাবেই আওয়ামী লীগকে কোন ইস্যুতেই মাঠে নামতে দেয়া হবেনা। তারা দেশের শান্তিশৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টা চালালে তা প্রতিহতসহ কঠোর জবাব দেয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় পৌর মার্কেটের সামনে এ সমাবেশ করেন তারা। এর আগে পৌর শহরের প্রধান প্রধান সড়কে আওয়ামী লীগকে গনহত্যাকারী ও স্বৈরাচার আখ্যা দিয়ে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ প্রদর্শন করেছেন তারা।

এ সময় বক্তারা বলেন, কোনভাবেই আওয়ামী লীগকে কোন ইস্যুতেই মাঠে নামতে দেয়া হবেনা। তারা দেশের শান্তিশৃঙ্খলা ভঙ্গের অপচেষ্টা চালালে তা প্রতিহতসহ কঠোর জবাব দেয়া হবে। এছাড়া আওয়ামী লীগের কর্মসূচি ইস্যুতে প্রশাসনকে সর্তক এবং কঠোর ভূমিকা পালনের আহবাণ জানান বক্তারা।

Check Also

সিরাজগঞ্জ শহর ও সদর উপজেলা শাখার জামায়াত মনোনীত প্রার্থীর রিক্সা মিছিল অনুষ্ঠিত

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বাং লাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর ও সদর উপজেলা শাখার …