॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
ঝা টকা ধরা বন্ধ হলে… ইলিশ উঠবে জাল ভরে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বনার্ঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা, ইলিশ ধরা যাবে না সাতদিন ইলিশের বাড়তি উৎপাদনের লক্ষ্যে এপ্রিলের ৮ থেকে ১৪ তারিখ জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করেছে সরকার। এসময়ে সবধরনের ইলিশ সংগ্রহ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
মঙ্গলবার ( ৮ এপ্রিল২০২৫) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জের আয়োজনে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উদযাপন বনার্ঢ্য র্যালি ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়।
পরে উপজেলা হলরুম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ সিরাজগঞ্জ সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ সাইদুর রহমান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝাটকা সংরক্ষণ সপ্তাহের উপর দিকনির্দেশনা ও তাৎপর্যপূর্ণ মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ইলিশকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ৮ থেকে ১৪ এপ্রিল পালন করা হবে। তিনি বলেন, এ বছরে জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’।
জাটকা হচ্ছে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশ। এক কেজি ওজনের ইলিশ কমপক্ষে ৪০-৫০ সেন্টিমিটার এবং ২ কেজির অধিক হলে ৬০-৬২ সেন্টিমিটার হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহের মাধ্যমে জাটকা কে ইলিশে রূপান্তর করা হবে। অনুষ্ঠানের সভাপতি নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন বলেন, সরকার জাটকা রক্ষায় কেবল আইন প্রয়োগ করছে না বরং এই মাছ ধরা নিষিদ্ধ সময়ে জেলেদের জন্য ভিজিএফ খাদ্য সহায়তার পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি করেছে।
জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় এবং খাওয়া থেকে বিরত থেকে জাতীয় মাছ ইলিশের উন্নয়নে এগিয়ে আসবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাটকা সংরক্ষণ সপ্তাহ সফল ও স্বার্থক হয়ে উঠবে এটাই আমার প্রত্যাশা।’
এসময়ে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান, জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনোয়ার সাদাত, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন,
এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ মনিরুজ্জামান( বাবু), জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ নূরুল ইসলাম( নুরুল), সিনিয়র যুগ্ম আহবায়ক আলমাছ আহম্মেদ,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা,
উল্লেখ্যঃ জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা, ইলিশ ধরা যাবে না সাতদিন ইলিশের বাড়তি উৎপাদনের লক্ষ্যে এপ্রিলের ৮ থেকে ১৪ তারিখ জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করেছে সরকার। এসময়ে সবধরনের ইলিশ সংগ্রহ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ সময়ে জাটকা ইলিশ ধরা বন্ধ, অবৈধ জাল তৈরি, পাচার রোধ, অবৈধ পরিবহন ও মজুতদারি রোধে কাজ করবে সরকার। একই সাথে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সর্বাত্মক নজর দারী করবে।