॥ বাবু মীর, কুমিল্লা জেলা প্রতিনিধি ॥
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটরে অন্যতম শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত প্রার্থী হিসেবে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করলেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ধীমন বড়ুয়া ।
ণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে ধীমন বড়ুয়া বলেন, দেশের মানুষের সেবায় নতুন নেতৃত্বের প্রয়োজন অনুভব করেছি। সে কারনে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২ টায় দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে রিটানিং অফিসারের কাছে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: মহিনুল হাসান মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বৃহত্তর দাউদকান্দি প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম বাবু, জাতীয় সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক হুমায়ন কবরি মিজি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে ধীমন বড়ুয়া বলেন, দেশের মানুষের সেবায় নতুন নেতৃত্বের প্রয়োজন অনুভব করেছি। সে কারনে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো বলেন, বিগত দিনে কুমিল্লা-১ আসনের সাংসদ ছিলেন তারা এলাকার তেমন উন্নয়ন করেনি। আমি নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে এলাকার উন্নয়নে গুরুত্ব¡পূর্ণ ভূমিকা রাখতে চাই। ভবদহ সমস্যার স্থায়ী সমাধান, শিক্ষাপ্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত, অর্থনৈতিক মুক্তি ও কর্মসংস্থান সৃষ্টি হবে আমার প্রধান লক্ষ্য।