Sunday , 18 January 2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে জেলা পুলিশের সাথে ডিআইজির মতবিনিময়।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে দিনাজপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অ্যাডিশনাল ডিআইজি (ভারপ্রাপ্ত) রংপুর রেঞ্জ ডিআইজি আ ক ম আক্তারুজ্জামান বাসুনিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচনী মাঠ ও ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ জোরদার করার কথা জানান আ ক ম আক্তারুজ্জামান বাসুনিয়া ভারপ্রাপ্ত ডিআইজি রংপুর রেঞ্জ।

রবিবার ১৮ জানুয়ারী দিনাজপুর আগমন উপলক্ষ্যে জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম অ্যাডিশনাল ডিআইজি প্রশাসন ও অর্থ(ভারপ্রাপ্ত) রংপুর রেঞ্জ ডিআইজি আ ক ম আক্তারুজ্জামান বাসুনিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে জেলার বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ নির্বাচনী ভোটকেন্দ্র পরিদর্শন করেন এবং জেলা পুলিশ কনফারেন্স রুমে জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম এর সভাপতিত্বে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচনী মাঠ ও ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ জোরদার করার কথা জানান আ ক ম আক্তারুজ্জামান বাসুনিয়া ভারপ্রাপ্ত ডিআইজি রংপুর রেঞ্জ।

এ সময় দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

সুবর্ণচরে আব্দুর রাব বাজারে দাখিল মাদ্রাসায় সবক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

॥ মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ॥ নো য়াখালীর সুবর্ণচরে আব্দুর রব বাজার দাখিল মাদ্রাসায় …