Saturday , 4 January 2025

পাংশায় মারকাজুত তাহফিজ মডেল মাদরাসার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

॥  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥

রাজবাড়ী জেলার পাংশার মৈশালা বড়গাছি বাস স্ট্যান্ডের পাশে প্রতিষ্ঠিত মারকাজুত তাহফিজ মডেল মাদরাসা নামের আন্তর্জাতিক মানের একটি হিফজ মাদরাসার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মারকাজুত তাহফিজ মডেল মাদরাসার শিক্ষার গুণগত মানের প্রশংসা করেন। একই সাথে তারা সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হিফজ মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে মাদরাসার অন্যতম পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নাদের হোসেনকে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার প্রদান করা হয়।

মাদরাসার প্রধান পৃষ্ঠপোষক লায়ন ডা. মো. রেজাউল করিম জোয়ার্দ্দারের সভাপতিত্বে এবং মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ’র উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন অনুষ্ঠানের অতিথি খ্যাতিমান হাফেজ ক্বারী মো. উসমান গণি আল-আজহারী।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ফরিদপুরের ইসলামিক রিসার্স সেন্টারের পরিচালক হাফেজ মাওলানা মুফতি মাহমুদ হাসান ফায়েক, রাজবাড়ী ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির, কোর্ট কুষ্টিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. রেজাউল করিম হাবিবি, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাওলানা মো. আব্দুল কাইয়ুব, হোগলাডাঙ্গী এমআই মডেল কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. ওয়াজেদ আলী, মুফতি আব্দুস সামাদ, মাওলানা মো. বেল্লাল হোসেন ও পাংশা মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আলিমুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা মারকাজুত তাহফিজ মডেল মাদরাসার শিক্ষার গুণগত মানের প্রশংসা করেন। একই সাথে তারা সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হিফজ মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে মাদরাসার অন্যতম পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নাদের হোসেনকে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার প্রদান করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাংশা শাহজুঁই (র.) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু মুসা আশয়ারী। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Check Also

মোংলায় বিএনপি নেতা ইউসুফ’র বাবার মৃত্যুতে পৌর বিএনপির শোক

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোংলা পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য বি এম ইউসুফ …