॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
হা তিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলা শহরস্থ চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সেখানে বিএনপির কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। এসময় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এ.কে.এম ফজলুল হক খোকন।
হাতিয়া পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্যাহ শাহাদাতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম।
হাতিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো’র সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেলিন, সাবেক সহ-সভাপতি মাছউদুর রহমান বাবর, হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ প্রমুখ।
সভায় হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সোমবার সন্ধ্যায় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের উপর যারা হামলা করেছে তারা ফ্যাসিবাদের দোসর।
সেখানে বিএনপির কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। এসময় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।