॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ীতে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে বিদ্যালয় হলরুমে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম,তিনি বলেন স্কুলের শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের ভূমিকা অতুলনীয় সেই লক্ষ্যে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে এবং শিক্ষার্থীদের নিয়মিত স্কুল কোচিং এ পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বানও জানান তিনি।
আলোচনা সভা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী,তিনি স্কুলে শিক্ষার মান উন্নয়নে সার্বিক সহযোগিতা সহ অভিভাবকদের উদ্যেশ্যে বলেন শিক্ষার্থীদের সময়মতো স্কুলে পাঠানো নিয়মিত কোচিং করানো শিক্ষার্থীরা লেখাপড়ায় অমনোযোগী হওয়ার কারণ সহ সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।
আলোচনা সভা ও অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম,তিনি বলেন স্কুলের শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের ভূমিকা অতুলনীয় সেই লক্ষ্যে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে এবং শিক্ষার্থীদের নিয়মিত স্কুল কোচিং এ পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বানও জানান তিনি।
শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ,শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যেশ্যে শিক্ষার না না বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।