Tuesday , 13 January 2026

মোংলায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা দোয়া মাহফিলে অংশ নেন।এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।

শুক্রবার মাগরিবের নামাজের পর পৌর বিএনপির উদ্যোগে দলীয় অস্থায়ী কার্যালয় সহ মসজিদেও এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র ও ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব জুলফিকার আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মান্নান হালদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, পৌর সাংগঠনিক সম্পাদক তালুকদার মো. নাসির উদ্দিন এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম।

এছাড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা দোয়া মাহফিলে অংশ নেন।এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Check Also

গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে পরিবর্তনের জন্য হ্যাঁ-উপজেলা প্রশাসন।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ আ গামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গণভোটে দেশের …