Friday , 9 May 2025

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

ধিকার- সমতা- ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন ; এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে উদযাপিত হলো ৮ ই, মার্চ -২০২৫.আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা। সকাল ১০, ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রথমে পতাকা উত্তোলন এবং রং বেরঙ্গের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম মহোদয়।

নারী পুরুষে কোন বৈষম্য থাকা যাবে না। উভয়কেই সম অধিকার বাস্তবায়ন করতে হবে। নারীদের মানবাধিকার সুরক্ষায় শিক্ষা, স্বাস্থ্য সেবা, কর্মসংস্থান, ও নিজেদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিতে হবে। বিভিন্ন কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা সহ, বৈষম্যমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। সকল ধরনের সহিংসতা, বৈষম্য, ও শোষণ কে চ্যালেঞ্জ করা ।

পরে বর্ণাঢ্য রেলি সড়কের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। শহীদ এ,কে, শামসুদ্দিন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক), জনাব গণপতি রায়,এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জনাব মোঃ ফারুক হোসেন, পুলিশ সুপার, সিরাজগঞ্জ।

উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :মহিলা বিষয়ক কর্মকর্তা গণ, সিসিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ, নারী উন্নয়ন সংস্থার নারী/পুরুষ গণ আলোচনা সভায় উপস্থিত থেকে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন নারী পুরুষে কোন বৈষম্য থাকা যাবে না। উভয়কেই সম অধিকার বাস্তবায়ন করতে হবে। নারীদের মানবাধিকার সুরক্ষায় শিক্ষা, স্বাস্থ্য সেবা, কর্মসংস্থান, ও নিজেদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিতে হবে। বিভিন্ন কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা সহ, বৈষম্যমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। সকল ধরনের সহিংসতা, বৈষম্য, ও শোষণ কে চ্যালেঞ্জ করা ।

প্রান্তিক নারী ও কিশোরীদের কণ্ঠস্বর কে তুলে ধরা, আইনি সুরক্ষা, পরিসেবায় প্রবেশাধিকার, তরুণীদের সম্পৃক্ততা, সামাজিক নিয়ম বিধির পরিবর্তন, শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ, বাস্তবায়ন করতে হবে। পুরুষ দের পাশাপাশি নারীরা যেন কোন অংশে পিছিয়ে না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে, তবেই দেশের উন্নয়ন করা সম্ভব হবে। সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Check Also

সিরাজগঞ্জ যমুনার চরাঞ্চলের প্রান্তিক সুবিধা বঞ্চিত সুফল ভোগিদের মাঝে ৪৯২০ টি মুরগি বিতরণ করলেন প্রাণী সম্পদ অফিস

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ বৃ হস্পতিবার ৮ মে ২০২৫ সকাল ১১.৩০ মিনিটে সদর …