Wednesday , 10 September 2025

রায়গঞ্জের ১ নং ধামাইনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

॥ মোঃ মাসুদ রানা,  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ০৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার এ আলোচনা সভার আয়োজন করা হয়।

 

বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা এবং আগামী দিনের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সভায় সভাপতিত্ব করেন ১নং ধামাইনগর ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ রমজান আলী আকন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার সাবেক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান ভি.পি. মোঃ আইনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল হক, নিমগাছী কলেজের অধ্যাপক ও প্রিন্সিপাল মোঃ আব্দুল বারী তালুকদার, রায়গঞ্জ উপজেলার সাবেক সিনিয়র সভাপতি মোঃ খায়রুল মাস্টার, এবং রায়গঞ্জ উপজেলা সাবেক সাংগঠনিক সভাপতি কুদ্দুস মন্ডল।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ১নং ধামাইনগর ইউনিয়নের সেক্রেটারি ডা. মোঃ নবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী, সেক্রেটারি আলহাজ্ব মোঃ হামেদ আলীসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

আলোচনা সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা এবং আগামী দিনের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভা শেষে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Check Also

বাগেরহাট জেলার সংসদীয় একটি আসন প্রত্যাহারের প্রতিবাদে চলছে ৪৮ ঘন্টা হরতাল-অবরোধ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লা-রামপাল সংসদীয় আসন-৩ সহ বাগেরহাট জেলার চারটি …