॥ নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ প্রেস ইউনিটির আয়োজনে বিজয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে বিকেল ৪ টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র সদ্য সাবেক পরিচালক মিজানুর রহমান গ্রামসি।
বাংলাদেশে সাংবাদিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্মানের সাথে বাঁচার ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্র তৈরি করতে ব্যর্থ হয়েছে অতিতের সকল সরকার। আশা করি বাংলাদেশ প্রেস ইউনিটির এই ঐক্যবদ্ধ পথচলা সরকারকে সাংবাদিকবান্ধব বাংলাদেশ সৃষ্টিতে পেশার গ্রুপ হিসেবে ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. শাহজাহান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী। প্রেস ইউনিটির আহবায়ক এফ রহমান রূপকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক শান্তা ফারজানা, বাংলাদেশ টেলিভিশনের রিপোর্টার খায়রুল বাসার, স্বদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ইকবাল হোসেন, দৈনিক সংবাদের ওসমান গণি প্রমুখ।
প্রেস ইউনিটির সদস্য সচিব শাহাজালাল ভূঁইয়া উজ্জলের সঞ্চালনায় এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বিজয়ের ৫৪ বছরে এসে সাংবাদিকরা যে ভূমিকা দেশ-সমাজ-স্বাধীনতার জন্য রেখেছে, সে অনুযায়ী ন্যয্য সম্মান-সম্মানী-নিরাপত্তা তারা পায়নি, যা খুবই বেদনার।
বাংলাদেশে সাংবাদিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সম্মানের সাথে বাঁচার ও পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্র তৈরি করতে ব্যর্থ হয়েছে অতিতের সকল সরকার। আশা করি বাংলাদেশ প্রেস ইউনিটির এই ঐক্যবদ্ধ পথচলা সরকারকে সাংবাদিকবান্ধব বাংলাদেশ সৃষ্টিতে পেশার গ্রুপ হিসেবে ভূমিকা রাখবে। এসময় প্রায় অর্ধশত সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালে সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে ‘ প্রেস ইউনিটির অঙ্গীকার-অপসাংবাদিকতা থাকবে না আর…’ শ্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। পরবর্তীতে ২০২০ সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রেস ইউনিটি করা হয়।
সূত্র : প্রেস বিজ্ঞপ্তি, বাংলাদেশ প্রেস ইউনিটি