Saturday , 3 January 2026

উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা!

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

মা নসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ ঘরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ মে শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল সদা হাস্যোজ্জ্বল এই শিক্ষার্থীর। তবে ভাগ্যের নির্মম পরিহাসে তার আর পরীক্ষায় বসা হলো না।

শনিবার (১০ মে) বেলা ১১ টায় উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেম মোঃ হাসনাত।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল লতিফ,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বশির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম। এ সময় হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত ৯ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

Check Also

এনায়েতপুরের ব্রাহ্মণগ্রামে ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের এনায়েতপুরে ভার্সিটিঘাট ব্রাহ্মণগ্রামে এক আনন্দঘন পরিবেশে ব্যাডমিন্টন …