॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥
নরসিংদীর রায়পুরা উপজেলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।
‘দেশের টেকসই উন্নয়নের জন্য বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়িতা নিশ্চিত করা জরুরি। এর জন্য প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি।
সভায় বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘দেশের টেকসই উন্নয়নের জন্য বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে মিতব্যয়িতা নিশ্চিত করা জরুরি। এর জন্য প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হজরত আলী ভুঁইয়া ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন।
এ ছাড়া রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জব্বার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।
সভায় বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে এ সংক্রান্ত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।