Friday , 1 August 2025

পাংশায় পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস স্কিমের আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে বুধবার (৩০ জুলাই) বিকালে পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও কলেজ পর্যায়ের মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

শিক্ষকদেরও নিজেদের মর্যাদা সম্পর্কে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং শিক্ষকদের যোগ্য করে গড়ে তোলার কর্মসূচি বাস্তবায়নে সরকারের কার্যকরী পদক্ষেপ তুলে ধরেন তিনি।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা’র সভাপতিত্বে এবং উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. সাইদুর রহমান বক্তব্য রাখেন।
তিনি পিবিজিএসআই স্কিমের লক্ষ্য ও উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরে বলেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ জন্য অভিভাবক, শিক্ষক, ম্যানেজিং কমিটি ও ছাত্র-ছাত্রীদের সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে। শিক্ষকদের মর্যাদা দিতে হবে। আবার শিক্ষকদেরও নিজেদের মর্যাদা সম্পর্কে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং শিক্ষকদের যোগ্য করে গড়ে তোলার কর্মসূচি বাস্তবায়নে সরকারের কার্যকরী পদক্ষেপ তুলে ধরেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পড়ার বিকল্প নাই। তাই নিয়মিত ক্লাসে যেতে হবে। মোবাইল থেকে দূরে থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

শিক্ষকদের মধ্যে পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান ডাবলু, অভিভাবকদের মধ্যে মো. আমিরুল ইসলাম ও শিক্ষার্থীদের মধ্যে অদিতি রায় পূজা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Check Also

পিআর পদ্ধতি কি জনগণ জানেনা, জনগণ চায় পুরোনো পদ্ধতিতেই নির্বাচন হোক–বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ পি আর পদ্ধতি কি জনগণ জানেনা, জনগণ চায় …