॥ কাজী ছাব্বির হোসেন শিমু, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥
রাজবাড়ী জেলার পাংশা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এলাকার দুস্থদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।পাংশা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এলাকার দুস্থদের মাঝে কম্বল বিতরণ
আয়োজিত অনুষ্ঠানে পাংশা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, বর্ষিয়ান সাংবাদিক মো. ইজাজুল হক, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এ্যাডভোকেট মো. শাহিনুর রহমান ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী ছাব্বির হোসেন শিমু প্রমূখ বক্তব্য রাখেন।
পাংশা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক সেলিম মাহমুদ, অর্থ সম্পাদক হারুন অর রশিদ, সহ-অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মো. সহিদুর রহমান ও শেখ মুহাম্মদ সবুর উদ্দিনসহ রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।