Friday , 29 August 2025

সিরাজগঞ্জ সদর কৃষি অফিসে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও মাসকলাই বীজ বিতরণ

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

০২৫-২৬ অর্থবছরে খরিপ- ২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক (দুই শত ),জন প্রকৃত কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

আমাদের লক্ষ্য কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং তাদের পাশে দাঁড়ানো। এই প্রণোদনা কর্মসূচি সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । উৎপাদন বৃদ্ধির জন্য আবাদি জমিতে এখন তিন ফসলী আবাদে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার ( ২৮ আগস্ট ২০২৫)  সকাল ১১ টায় পৌর শহরের সদর উপজেলা পরিষদের কৃষি অফিসারের কার্যালয়ের  প্রশিক্ষণ রুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে মাসকালা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষিবিদ এস এম নাসিম হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা কৃষিবিদ এস এম নাসিম হোসেন বলেন, আমাদের লক্ষ্য কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং তাদের পাশে দাঁড়ানো। এই প্রণোদনা কর্মসূচি সেই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । উৎপাদন বৃদ্ধির জন্য আবাদি জমিতে এখন তিন ফসলী আবাদে পরিণত হয়েছে। দেশের খাদ্য উৎপাদনে কৃষি উন্নয়ন বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে ।  এরই অংশ হিসেবে আজকে প্রান্তিক ২০০ শত জন কৃষক/কৃষাণিদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,সিরাজগঞ্জ সদর  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা
সুমি, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মী মোঃ সাইদুজ্জামান ছাবেরী।

উল্লেখ্য ঃ ১/ মাসকালাই বীজ ৫ কেজি, ২/ ড্যাব সার ১৫ কেজি, ৩/ এমপি সার ৫ কেজি করে প্যাকেজ ১ জন কৃষক কে বিনামূল্যে প্রদান করা হয়। এই প্যাকেজটি পেয়ে কৃষকেরা আনন্দ প্রকাশ করেন।

Check Also

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন …