Tuesday , 14 October 2025

বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির লিফলেট বিতরণ।

॥  আসাদুর রহমান হাবিব,  ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুর ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান এর নেতৃত্বে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির লিফলেট বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান এর নেতৃত্বে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির লিফলেট বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার ৭ অক্টোবর উপজেলার ইউনিয়ন পর্যায়ের হাট বাজারগুলোতে বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির প্রচার প্রচারণায় কয়েক শো নেতা-কর্মীদের উপস্থিতিতে স্লোগানে স্লোগানে এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় ফুলবাড়ী উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোখলেছার রহমান নবাব,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা প্রচার দলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, শ্রমিক দলের দপ্তর সম্পাদক বাদশা সরকার, দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি আবু শহীদ সহ উপজেলা বিএনপি’র পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

মোংলায় যুবককে পিটিয়ে হত্যা আটক দুইজন

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥ মোং লায় পূর্ব শত্রুতার জেরে মহিদুল শেখ নামে …