Saturday , 2 August 2025
পাংশার মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে রবিবার দুস্থদের মাঝে কুরবানীর গোস্ত বিতরণ করা হয়

পাংশার মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে দুস্থদের মাঝে কুরবানীর গোস্ত বিতরণ

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ৬টি ইউনিয়নে অসহায় ও দুস্থ লোকজনের মাঝে কুরবানীর গোস্ত বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার পরের দিন রবিবার (৮জুন) মানবিক এ কর্মসূচির আয়োজন করা হয়।

 ৬টি ইউনিয়নে অসহায় ও দুস্থ লোকজনের মাঝে কুরবানীর গোস্ত বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল আজহার পরের দিন রবিবার (৮জুন) মানবিক এ কর্মসূচির আয়োজন করা হয়।

জামায়াতে ইসলামীর উক্ত ৬টি ইউনিয়ন আমীরের হাতে কুরবানীর গোস্ত হস্তান্তর করেন মাছপাড়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী, ডিরেক্টর (হানসা) এবং ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া টিমের অন্যতম সদস্য এ.এস.এম রহমত উল্লাহ।

আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজবাড়ী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী হারুন অর রশিদ, পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সুলতান মাহমুদ, মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জাহিদুর রহমান ও কলিমহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জিয়াউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

Check Also

বেলকুচিতে শহীদ সিহাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা পশ্চিমপাড়া …