Monday , 5 January 2026

পাংশায় রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে রবিবার (৪ জানুয়ারী) পাংশা শহরস্থ মায়া হোটেলের সংস্থার অস্থায়ী কার্যালয়ে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্থদের মাঝে বিতরণের জন্য সংস্থার নেতৃবৃন্দের হাতে শীতবস্ত্র হস্তান্তর করা হয়।

রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি, সার্জেন্ট (অবঃ) মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সার্জেন্ট (অবঃ) মোঃ গিয়াস উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বক্তব্য রাখেন।
রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ আব্দুর রহিম, সহ-সভাপতি মোঃ শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ নায়েব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক মোঃ জাকির বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন ও সহ-সাংস্কৃতিক সম্পাদক বদিউর রহমান পাশাসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্থদের মাঝে বিতরণের জন্য সংস্থার নেতৃবৃন্দের হাতে শীতবস্ত্র হস্তান্তর করা হয়।

Check Also

এনায়েতপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়া মাহফিল

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার …