Tuesday , 16 December 2025

দিনাজপুরে মহান বিজয় দিবসে শহীদের প্রতি জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকল শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।

 

মঙ্গলবার সকাল ৭টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা ঘটে এর পর জেলা পুলিশের পক্ষ থেকে কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা (পিপিএম) মঙ্গলবার সকাল ৭টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা ঘটে এর পর জেলা পুলিশের পক্ষ থেকে কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম (প্রশাসন ও অর্থ) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন (ক্রাইম এন্ড অপস) অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আবদুল হালিম সহ দিনাজপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীগণ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

বেলকুচিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

॥  আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস …