Friday , 4 April 2025

পাংশার মাছপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন,  ষ্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (২৬ মার্চ) মাছপাড়া কলেজ মাঠে দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি নেতা বিধান কুমার বিশ্বাসসহ পাংশা উপজেলা ও মাছপাড়া ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নূর আলী প্রামানিকের সভাপতিত্বে এবং কলামিস্ট, কবি ও লেখক মো. কায়ছার আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।

ইফতার পূর্ব আলোচনায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, পাংশা সরকারী কলেজের সাবেক ভিপি ও সাবেক জিএস হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ এ.আর. মাহমুদুল হক রোজেন, পাংশা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফুল ইসলাম মিয়া, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খান মো. আইনুল হাবিব, সুপ্রিম কোর্টের সহকারী এ্যাটর্নি জেনারেল ও কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী দলের কোষাধ্যক্ষ এ্যাডভোকেট এস.এম মোক্তার কবির নান্নু, বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম মুজাহিদ, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী সরকারী কলেজের সাবেক জিএস আলহাজ্ব যায়েদ আল কাউসার, কালুখালী উপজেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিপু মিয়া, মাছপাড়া ইউনিয়ন বিএনপির নেতা ডা. মো. নুরুল ইসলাম, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক মো. আরিফুল ইসলাম, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, ছাত্রদল নেতা সজীব রাজা, ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মাছপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. এনামুল ও ছাত্রদলের আহবায়ক মো. মামুন প্রমূখ বক্তব্য রাখেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল মালেক।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, কালুখালী উপজেলা কৃষক দলের সভাপতি আনিসুর রহমান মোল্লা, বিএনপি নেতা বিধান কুমার বিশ্বাসসহ পাংশা উপজেলা ও মাছপাড়া ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Check Also

স্বামীর অপরাধ ঢাকতে মরিয়া হয়ে উঠেছে স্ত্রী

॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ উ ল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজ গেট …