Monday , 22 December 2025

মোংলায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে মরণ নেশা ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে।

দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের মৃত মজিবুল হকের ছেলে মনা ভুইয়া। গ্রেফতার মনা দীর্ঘদিন ধরে মোংলা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। ইয়াবা ব্যাবসায়ী মনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন। তিনি আরো জানান,মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে মোংলা সরকারি কলেজের পাশে ক্যাডেট মাদ্রাসা সংলগ্ন ভাসানী সড়ক এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী (কোস্টগার্ড ও পুলিশ) এ সময় ইয়াবা ব্যাবসায়ী মনা ভুইয়া (৩৫) কে তল্লাশি করে তার শরীর থেকে ২৭ পিস ইয়াব জব্দ করে যৌথ বাহিনী।

দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের মৃত মজিবুল হকের ছেলে মনা ভুইয়া। গ্রেফতার মনা দীর্ঘদিন ধরে মোংলা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। ইয়াবা ব্যাবসায়ী মনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় থানার এ কর্মকর্তা।

Check Also

ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ৩.৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ …