Wednesday , 21 January 2026

মোংলায় যৌথ অভিযানে ১ কেজি গাঁজা সহ আটক মাদক কারবারি

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। বুধবার ২১ জানুয়ারি বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

বাঁশ বাজার সংলগ্ন এলাকার একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২১ জানুয়ারি বুধবার সকাল ১১টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও পুলিশ এর সমন্বয়ে বাগেরহাটের মোংলা থানাধীন দিগরাজ বাঁশ বাজার সংলগ্ন এলাকার একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে প্রায় ৩২ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি দিগরাজ বাঁশ বাজার এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০) জব্দকৃত মাদক এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Check Also

আবারও পুরোপুরি বন্ধ হলো বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দে শের উত্তরাঞ্চলের একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দিনাজপুরের পার্বতীপুর …