Tuesday , 2 December 2025

মোংলায় পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ অর্থ সহ মাদক ব্যাবসায়ী জাহাঙ্গীর আটক

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥

মোং লায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক ব্যাবসায় ব্যাবসায়ী জাহাঙ্গীর গ্রেফতার । রাতে মোংলা পৌর শহরে অভিযান পরিচালনা করে তাকে ইয়াবা সহ গ্রেফতার করে পুলিশ।

বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান স্যারের নির্দেশে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান পুরো মোংলা উপজেলা জুড়ে অব্যাহত থাকবে বলে জানায় থানার এ কর্মকর্তা ।

পুলিশ জানায়, মোংলায় শুক্রবার সন্ধ্যায় মাদক বিরোধী অভিযান চালায় মোংলা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর পালিয়ে যাওয়ার সময় তাকে হাতে নাতে মরণ নেশা ইয়াবা সহ আটক করা হয়।

এসময় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের দেহ তল্লাশী করে তার কাছ থেকে ইয়াবা জব্দ করে পুলিশ। জাহাঙ্গীর আলম (৩৮) মোংলা পৌর শহরের শেহলাবুনিয়ার মাদক ব্যাবসায়ী মোহাম্মদ আলী গ্রিকের ছেলে। মোহাম্মাদ আলী গ্রিক গত দুই মাস আগে প্রায় ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার হয়েছিলো।

 

মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান জানান, মোংলা শহর সহ উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চালমান । অভিযানে মাদক সহ একজনকে জনকে গ্রেফতার করা হয়। মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান স্যারের নির্দেশে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান পুরো মোংলা উপজেলা জুড়ে অব্যাহত থাকবে বলে জানায় থানার এ কর্মকর্তা ।

Check Also

জামায়াত ক্ষমতায় গেলে মহিলাদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান তৈরি হবে- -মাওলানা রফিকুল ইসলাম খান

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ জা মায়াত ক্ষমতায় গেলে মহিলাদের জন্য আলাদা শিক্ষা …