Friday , 3 October 2025

শাহজাদপুরে অবশেষে ধরা পড়লো মাদক সম্রাট ও কিশোর গ্যাং লিডার সবুজ বিশ্বাস

॥ মনিরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণকারী চিহ্নিত মাদক সম্রাট সবুজ বিশ্বাসকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার আটকের খবরে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ।

 

দীর্ঘদিনের অভিযোগ, অবশেষে ধরা, স্থানীয়দের অভিযোগ, সবুজের বিরুদ্ধে বহুদিন ধরেই মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও প্রভাবশালী হওয়ার কারণে তাকে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছিল না।

আটক সবুজ বিশ্বাস শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর মদকপাড়া এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। প্রায় এক যুগ ধরে তিনি মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। শুধু তাই নয়, কিশোরদের দিয়ে গড়ে তুলেছিলেন একটি ভয়ঙ্কর গ্যাং, যারা তার হয়ে মাদক বিক্রি ও নানা অপকর্ম চালিয়ে যেত।

একশ কিশোর দিয়ে মাদক সিন্ডিকেট, স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ বিশ্বাস বিসিক বাসটান্ড, নগর ডালা, পাচিল, পোরজোনা, জামিরতা, কৈজুরি, রতনকান্দি সহ শাহজাদপুরের বিভিন্ন এলাকায় প্রায় একশ কিশোরকে মাদক ব্যবসায় ব্যবহার করতেন। এই গ্যাং সদস্যরা দিনরাত মাদক বিক্রি, চাঁদাবাজি এবং দাপট দেখিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। তাদের কারণে স্কুল-কলেজ পড়ুয়া অনেক কিশোর বিপথে চলে যায় বলে অভিযোগ রয়েছে।

দীর্ঘদিনের অভিযোগ, অবশেষে ধরা, স্থানীয়দের অভিযোগ, সবুজের বিরুদ্ধে বহুদিন ধরেই মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও প্রভাবশালী হওয়ার কারণে তাকে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছিল না। অবশেষে পুলিশের বিশেষ অভিযানে তিনি আটক হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

শাহজাদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী বলেন।
সবুজ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার নিয়ন্ত্রণে থাকা গ্যাংয়ের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এলাকাবাসীর প্রতিক্রিয়া, সবুজের গ্রেপ্তারের খবরে দ্বারিয়াপুরসহ আশপাশের এলাকায় স্বস্তি ফিরেছে। এলাকাবাসীর দাবি, শুধু সবুজ নয়, তার গড়ে তোলা পুরো গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাহলে মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে মুক্তি পাবে শাহজাদপুর।

Check Also

জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূজামণ্ডপ পরিদর্শন।

॥  আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ …