Tuesday , 20 May 2025

গোয়ালন্দে হেরোইনসহ মাদক সম্রাট শিমুল গ্রেফতার

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইন সহ মাদক সম্রাট শিমুল চৌধুরী(২৮)কে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক সম্রাট শিমুল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার মৃত খলিল চৌধুরীর ছেলে।

 

 

মাদক ব্যবসায়ী শিমুলকে আটক করে সবার সামনে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করছে

মঙ্গলবার ১৩ জুন বেলা ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা’র অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুদার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ও ফোর্সসহ মাদকের উপর অভিযান পরিচালনা করে উত্তর দৌলতদিয়া পোড়া ভিটা আলমগীর ও সাথীর বাড়ীর সামনে ইটের রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী শিমুলকে আটক করে সবার সামনে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করছে। উক্ত মাদক কারবারি দীর্ঘ দিন যাবৎ উপজেলা বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মাদক ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে থানায় আরেকটি মাদক মামলা রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) স্বপন কুমার মজুদার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মাদক কারবারিকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Check Also

সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী গ্রামে বজ্রপাতে দুটি গাভীর মৃত্যু

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥ ম ঙ্গলবার ২০ মে ২০২৫ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার দেশী …