Tuesday , 3 December 2024

মোংলায় বিদেশী হুইস্কি সহ মাদক কারবারি আটক

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

বারও বিদেশি মদ সহ এক মাদক কারবারীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। সোমবার রাত ১১ টার দিকে মোংলা পোর্ট পৌরসভার সামছুর রহমান রোড এলাকায় থেকে তাকে আটক করা হয়।

 

এ গুলো মোংলা বন্দরের বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে পাচাঁর করে এনেছিল মাদক কারবারি। আটক আ: রহিম (৫২) পৌর শহরের মাদ্রাসা রোডের মৃত মজিবুল হকের ছেলে। সে সামছুর রহমান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

এ সময় তার বাড়ির মধ্যে মাটিতে পোতা অবস্থায় বেশ কয়েক বোতল বিদেশী হুইস্কি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পোগন সংবাদের সুত্রধরে পৌর শহরের সামছুর রহমান সড়কের একটি বাড়িত অভিযান চালায় মোংলা থানা পুলিশের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে আ: রহিম নামের মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যমতে বাড়ির ঘরের পাশে মাটিতে পুতে রাখা অবস্থায় বেশ কয়েক বোতল বিদেশী হুইস্কি উদ্ধার করে পুলিশ।

এ গুলো মোংলা বন্দরের বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে পাচাঁর করে এনেছিল মাদক কারবারি। আটক আ: রহিম (৫২) পৌর শহরের মাদ্রাসা রোডের মৃত মজিবুল হকের ছেলে। সে সামছুর রহমান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো: আনিসুর রহমান বলেন, আটক রহিমের বিরুদ্ধে বিদেশী মদ পাচাঁর ও মজুদ রাখার অপরাধে থানায় মামলার প্রস্ততি চলছে। তবে এর আগেও ২৯ বোতল বিদেশী হুইস্কি সহ পুলিশের হাতে আটক হয়েছিল আ: রহিম। জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।

Check Also

মোংলা বন্দরের প্রভাবশালী সিবিএ’র সাবেক নেতা ফিরোজের চাকুরি শৃংখলা পরিপন্থির বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ১ মাসেও কার্যকরী হয়নি, নানা প্রশ্ন ও রহস্য

॥  নিজস্ব প্রতিবেদক, মোংলা ॥ মোংলা বন্দরের দোর্দন্ড প্রভাবশালী সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কর্তৃপক্ষের …