Thursday , 21 November 2024

মোংলায় সুন্দরবনের আত্মসর্মপণকৃত বনদস্যু ও বন্দর শ্রমিকদের ঈদ উপহার

॥ ইউসুফ সুমন, বাগেরহাট প্রতিনিধি ॥

সুন্দরবন থেকে আত্মসমর্পণকৃত ২৭ টি বাহিনীর ২৮৪ জন জলদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন র‌্যাব-৮ এর সদস্যরা। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বন্দরের ফুয়েল জেটি সংলগ্ন এলাকায় তাদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন র‌্যাব-৮ এর অধিনায়ক সহ অন্যান্য কর্মকর্তারা।

 

আত্মসমর্পণকারী বন ও জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল দস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের মামলা ব্যতিত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতির সাথে বিবেচনা করা হচ্ছে বলেও জানায় র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভন।

এছাড়া সকাল সাড়ে ১১টা বন্দর বভনের সামনে মোংলা বন্দর শ্রমিক কর্মচারীদের মাঝেও ঈদ সামগ্রী বিতারণ করেন বন্দর কর্তৃপক্ষ ও ইষ্টিভিডরস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা।

র‌্যাব-৮ এর ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাউল, তেল, সেমাই, চিনি, দুধ, লবন, বাদাম, কিসমিস, জিরা, মসল্লা ও পেয়াজসহ অন্যান্য রসদ। র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভন ও সিনিয়র, এস পি মোহাম্মাদ ফয়জুল ইসলাম ও লে. কমান্ডার মোঃ মুহতাসিম রসুল ২৮৪জন জল ও বন দস্যুদের মাঝে ঈদের এই উপহার বিতরণ করেন।

আত্মসমর্পণকারী বন ও জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল দস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের মামলা ব্যতিত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতির সাথে বিবেচনা করা হচ্ছে বলেও জানায় র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভন।

এসময় আত্নসর্ম্পনকৃত বন দস্যুদের বিভিন্ন অভিযোগ অনুযোগ মনোযোগ সহকারে শোনের এবং দিক নির্দেশনা মুলক পরামর্শ প্রদান করেণ র‌্যাব-৮ এর অধিনায়ক। উল্লেখ্য, ২০১৮ সালের ১ নভেম্বর বনের ২৭ টি দস্যু বাহিনীর আত্নসর্মপনের মধ্য দিয়ে সুন্দরবনকে দস্যু মুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদিকে, মোংলা শ্রমিকদের মাঝে পবিত্র ঈদ সামগ্রী বিতরনের শুভ উদ্ধোধন করে বন্দর কর্তৃপক্ষ সহ ইষ্টিভিডরস এসোসিয়েশনের (মালিক পক্ষ) নেতৃবৃন্দরা। সকাল সাড়ে ১১টার দিকে বন্দর বভনের সামনে শ্রমিকদের মাঝে এসকল ঈদের মালামাল বিতরণের শুভ উদ্ভোধন করেণ মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার এন্ড মেরিন) ক্যাপ্টেন এম কিবরিয়া হক,

ইষ্টিভিডরস এ্যাসোসিয়েশনের সাঃ সম্পাদক সৈয়দ জাহিদ হোসেন, মালিক পক্ষের মোস্তাক আহাম্মেদ মিঠু, মষিউর রহমান ও শেখ আঃ সালাম সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন। বন্দরের প্রায় ২৮০০ শ্রমিকদের মাঝে পর্যাক্রমে প্রদান করা হবে।

Check Also

সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় উন্মুক্ত রাখা হবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মোংলায় সর্বসাধারণের …