Saturday , 2 August 2025
লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) এস.এম. মতিউর রহমান জুয়েল বুধবার পাংশা শিল্পকলা একাডেমীতে রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন

পাংশায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা শিল্পকলা একাডেমীতে বুধবার (১১ জুন) আনন্দঘন পরিবেশে রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গোলাম মোস্তফা, রাজা ফারহান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট শরিফ, উর্মী উর্জা, মামুন ও কাশেম বাউলসহ অতিথি শিল্পী ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সংস্থার সদস্য সচিব অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ গিয়াস উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্থার প্রধান পৃষ্ঠপোষক, লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) এস.এম. মতিউর রহমান জুয়েল বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে সংস্থার উপদেষ্টা আলহাজ¦ মোঃ মুজাহিদুল ইসলাম, পাংশা সরকারী কলেজের সাবেক ভিপি ও জিএস হাবিবুর রহমান রাজা, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মাসুদ আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।

প্রান্তিক জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি মহিদুর রহমান হিরা, রাজবাড়ী জেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আইয়ুব খান, অবসরপ্রাপ্ত অনাঃ ক্যাপ্টেন মোঃ ইউনুস আলী, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল কালাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ আবু জাফর, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ আব্দুল কুদ্দুস ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ সানাউল্লাহসহ প্রায় ৪ শতাধিক অবসরপ্রাপ্ত সৈনিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গোলাম মোস্তফা, রাজা ফারহান, অবসরপ্রাপ্ত সার্জেন্ট শরিফ, উর্মী উর্জা, মামুন ও কাশেম বাউলসহ অতিথি শিল্পী ও স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

Check Also

জুলাই/২৪ এর গণঅভ্যুত্থানে মায়েদের ভূমিকা আগামীর বাংলাদেশ বিনির্মাণে প্রেরণা–সাইদুর রহমান বাচ্চু

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ জু লাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ খ্রিঃ “জুলাইয়ের মায়েরা” শীর্ষক আলোচনাসভা …