Tuesday , 1 July 2025

মোংলায় স্থাগিত হওয়ার ৫ মাস পর বিএনপির ৬ নং ওয়ার্ড কমিটির নির্বাচন সম্পন্ন—— কামরুল সভাপতি-জামাল হোসেন সম্পাদক ও মোঃ জামাল সাংগঠনিক নির্বাচিত

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লা পৌরসভায় দলীয় কিছু নেতা কর্মীদের  বির্তকিত কর্মকান্ডে স্থাগিত হওয়া বিএনপির কমিটি গঠনে পুনরায় ভোট ও ব্যালোটের  মাধ্যমে কমিটির গঠন করা হয়েছে।

দীর্ঘ ৫ মাস পর বিএনপির কেন্দ্রীয় ঘোষনা অনুযায়ী ২৮ জুন শনিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহন শুরু হয়, চলে দুপুর ২ টা পর্যন্ত। গত ২৫ জুন পৌরসভার প্রান কেন্দ্র ৬ নং ওয়ার্ড কমিটি গঠন করতে গেলে যুবদলের একটি গ্রুপ হামলা ও মারধরের ঘটনা ঘটিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গেলে বিভাগ ও জেলা বিএনপির নেতৃবৃন্দরা এই ওয়ার্ডের নির্বাচন সাময়িক স্থাগিত ঘোষনা করে।

 

 

 দুপুরে হঠাৎ  ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে যুবদলের কয়েকজন সদস্য ভোটকেন্দ্রে প্রবেশ করেন। কিছু বুঝে ওঠার আগেই নির্বাচন পরিচালনা কমিটি ও প্রশাসনের সামনে থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যান যুবদল ন ২০ থেকে ২৫ জন নেতা-কর্মীরা।

নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা জানান, পুর্ব নির্ধারিত শনিবার (২৮ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা এই ভোট গ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। এই ওয়াার্ডের প্রতিটি জাতীয়তাবাদী দল বিএনপির কমিটির সভাপতি-সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করার জন্য এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোংলা পোর্ট পৌরসভার ৬ নং ওয়ার্ডে ২০০ জন ভোটারের মধ্যে ১৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেণ। এতে সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক পদে ৪ জন প্রতিদন্ধীতা করেছে।

পৌরসভার ৬ নং ওয়ার্ডে সভাপতি পদে মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল বিপুল ভোটের ব্যাবধানে ভোটে নির্বাচিত হন।

ভোট গ্রহন অনুষ্ঠান সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড বিএনপির নির্বাচন তদরকি কমিটির জেলা আহবায়ক  কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপির নেতা মোঃ মনিরুল ইসলাম খাঁন, নির্বাচন পরিচালনা কিমিটির মোংলা বিএনপির  পৌর আহবায়ক মোঃ জুলফিকার আলী, সদস্য সচিব  মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সহ জেলা, উপজেলা, পৌরসভা ও স্থানীয় বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় নির্বাচন তদরকি কমিটির আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা বলেন, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী ওয়ার্ড পর্যায় থেকে বিএনপির কমিটি গঠন কার্যক্রমের অংশ হিসেবে মোংলা উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার সব ওয়ার্ডের কমিটি গঠন কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসেবে জেলা বিএনপির নেতারা গত ২৫ জানুয়ারী মোংলা পোর্ট পৌরসভার ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের জন্য ভোট গ্রহণের দিন ধার্য করে।

তিনি আরো বলেন, গত ২৫ জানুয়ারী শনিবার এই ওয়ার্ডের নির্বাচিন পরিচালনার মাধ্যমে নেতা নির্ধারন করার জন্য পৌর শহরের কবরস্থান রোডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন চলছিল। ভোট গ্রহণের শুরু থেকেই তা ব্যাহত করার পাঁয়তারা করছিলেন পৌর যুবদলের  কয়েকজন নেতা-কর্মী।

দুপুরে হঠাৎ  ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে যুবদলের কয়েকজন সদস্য ভোটকেন্দ্রে প্রবেশ করেন। কিছু বুঝে ওঠার আগেই নির্বাচন পরিচালনা কমিটি ও প্রশাসনের সামনে থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যান যুবদল ন ২০ থেকে ২৫ জন নেতা-কর্মীরা।  এসময় বিভিন্ন দিক থেকে লোকজন ছুটে আসলে পরে পুলিশ, নৌবাহিনীসহ প্রশাসন ও জেলা বিএনপির নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নির্বাচন পরিচালনা কমিটির পৌর আহবায়ক মোঃ জুলফিকার আলী ও সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক বলেন, গত ২৫ জানুয়ারীর মতো এমন ঘটনা যেন আর না ঘটে সে জন্য সকাল থেকে ভোট কেন্দ্রে জেলা ও উপজেলা সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের লোকজন নিয়ে প্রস্তুত ছিলো। এছাড়া অপ্রতিকর ঘটনা এড়াতে গত রাত থেকে নৌবাহিনী কোস্ট গার্ড ও পুলিশের সমন্নয় যৌথ বাহিনী তাদের সদস্যদের নিয়ে সর্বক্ষনিত পাহাড়ায় ছিল। এছাড়া সাদা পোষাকেও প্রশাসনের সদস্যরা নিয়োজিত ছিল ভোট কেন্দ্র সহ এর আশপাশ এলাকায়।

তার পরেও দীর্ঘ ১৭ বছর পর গনতন্ত্র অনুযায়ী বিএনপির নেতাকর্মীরা উৎসব মুখর পরিবেশে তাদের ভোটধিকার প্রয়োগ করতে পেরে সকলেই খুশী এবং আনন্দিত।

Check Also

দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেন গ্রাম্য প্রধান এবং মানবাধিকার ফাউন্ডেশন:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বা দী/ বিবাদী পরস্পর নিজের মামা ভাগ্নে । বসত …