Sunday , 2 November 2025

সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নে রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তি

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সারুইল গ্রাম থেকে জামতৈল বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার বেহাল দশায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় এটি এখন একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

 

 বৃষ্টির মৌসুমে ফসলি ধান বাজারে পরিবহন করা অসম্ভব হয়ে পড়ে, কারণ এই রাস্তায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তা মেরামতের দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে জনদুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তাটি এক হাঁটু কাদায় পরিণত হয়। ফলে পথচারীদের যাতায়াতে বিপাকে পড়তে হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন কাদা-মাটি মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে বৃষ্টির মৌসুমে ফসলি ধান বাজারে পরিবহন করা অসম্ভব হয়ে পড়ে, কারণ এই রাস্তায় কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারে না। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তা মেরামতের দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে জনদুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া, এই রাস্তা দিয়ে জরুরি রোগী, বিশেষ করে প্রসূতি বা ডেলিভারি রোগীদের হাসপাতালে নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে অনেক সময় প্রাণনাশের আশঙ্কাও তৈরি হয়। এ অবস্থায় সারুইল ও আশপাশের গ্রামের সাধারণ মানুষ দ্রুত রাস্তা সংস্কারের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

Check Also

সিরাজগঞ্জ তাড়াশে বৈরী আবহাওয়ায় প্রান্তিক কৃষকদের মাথায় হাত

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ গ ত শুক্রবার ৩১ শে অক্টোবর ২০২৫, দিবাগত রাত থেকে …