॥ আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের বেলকুচিতে নৌবাহিনীর এক সদস্যকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী মাহিন সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখায় এক সংবাদ সম্মেলনের আয়োজন বেলকুচির এনসিপি প্রতিনিধিরা।
আমরা ইতোমধ্যে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছি। বেলকুচি থানা পুলিশ এ বিষয়ে আমাদের সহযোগিতা করছে।”
গতকাল শুক্রবার (২২ আগস্ট ২০২৫) জুম’আর নামাজের পর নৌবাহিনীর সদস্য মো. আলিফ (পিতা: মৃত হেলাল মাস্টার) তার নিজ বাড়ি শেরনগর পূর্বপাড়া থেকে নিজ বাহিনীর সদস্যদের হাতে গ্রেফতার হন। নৌবাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে জানান তার পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
কিন্তু ঘটনার পরপরই একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়। সেখানে দাবি করা হয় যে, সমন্বয়কের বাসা থেকে দুই বস্তা টাকা উদ্ধার হয়েছে এবং মাহিন সরকারের ফুপাতো ভাই আলিফকে সেখান থেকে আটক করা হয়েছে। এমনকি একটি ভুয়া ফেসবুক একাউন্ট থেকে দাবি করা হয়, মাহিন সরকারের বাসা থেকে ৭ কোটি ৫০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, বাস্তবে আলিফ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার হন। মাহিন সরকারের বাসায় কোনো তল্লাশি চালানো হয়নি এবং সেখান থেকে কোনো অর্থও উদ্ধার হয়নি। গ্রেফতারের সময় বেলকুচির কোথাও কোনো বাহিনীর সদস্য মাহিন সরকারের বাড়িতে প্রবেশই করেননি। এটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
সংবাদ সম্মেলনে আরও বলেন— “মাহিন সরকার জনগণের আন্দোলনের মাধ্যমে অর্জিত সম্মান ও জনপ্রিয়তাকে ধ্বংস করতে একটি মহল বারবার নোংরা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উদ্যোগ নিয়েছি। বেলকুচি থানা পুলিশ এ বিষয়ে আমাদের সহযোগিতা করছে।”
নেতৃবৃন্দ দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্যকে পাশে রাখুন। ফ্যাসিবাদের দোসরদের এসব ঘৃণ্য কর্মকাণ্ড প্রতিহত করতে সবার দায়িত্বশীল সহযোগিতা প্রয়োজন।”
ছাত্র প্রতিনিধি মুছা হাসেমী বলেন, “মাহিন সরকারের বিরুদ্ধে এসব অপপ্রচার আসলে গণঅভ্যুত্থানের বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ফ্যাসিবাদী ষড়যন্ত্র। আমরা কোনোভাবেই এমন মিথ্যাচার বরদাশত করবো না। “জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা মাহিন সরকারের মানহানি ও গণআন্দোলনের অর্জন ভণ্ডুল করার সকল অপচেষ্টা জনগণ ও সাংবাদিক সমাজ একযোগে প্রতিহত করবে।”