॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জের রায়গঞ্জে ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় ও কাব স্কাউট সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার ভুইয়াগাঁতী বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শেষে কৃতি কাব স্কাউট শিক্ষার্থী এবং বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল আকন্দের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শাহিনুর আলম ও সেলিনা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহুরা তহুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান খান,
ভুইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা কাব স্কাউট লিডার এম. এম. আমিনুল ইসলাম, সাংবাদিক রেজাউল করিম খান, একরামুল হক, পারভেজ সরকার সহ অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে শেষে কৃতি কাব স্কাউট শিক্ষার্থী এবং বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল