॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
সি রাজগঞ্জ জেলা প্রতিনিধি ঃ বৃক্ষ অক্সিজেনের জনক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যাশা ক্যাডেট একাডেমির এস. এস, সি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র ছাত্রীদের মাঝে শতাধিক বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আর দেশের জনগণ যত বেশি শিক্ষিত হবে তত বেশি দেশ উন্নত হতে থাকবে। আর জাতি সচেতন ও শিক্ষিত হলে স্বাধীনতা অর্জনের সুফলও মানুষ বেশি ভোগ করবে।
৫ তারিখ বিকেলে সিরাজগঞ্জ ৭ নং ওয়ার্ডের চক কোবদাসপাড়া, প্রত্যাশা ক্যাডেট একাডেমির আয়োজনে এস. এস, সি পরীক্ষার্থীদের বিদায় ও বৃক্ষ বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও অবসর প্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট মোঃ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ বিলকিস খাতুন,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য ও ছাত্র- ছাত্রীদের হাতে বৃক্ষ তুলে দেন চক কোবদাসপাড়ার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ীও সমাজসেবক মোঃ শরিফুল ইসলাম আলামীন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ীও সমাজসেবক মোঃ শরিফুল ইসলাম আলামীন বলেন, ‘জীবনকে উন্নত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। আর দেশের জনগণ যত বেশি শিক্ষিত হবে তত বেশি দেশ উন্নত হতে থাকবে। আর জাতি সচেতন ও শিক্ষিত হলে স্বাধীনতা অর্জনের সুফলও মানুষ বেশি ভোগ করবে। শিক্ষিত জাতি গঠনের নিমিত্তে এসব শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম। দীর্ঘ পথ চলায় অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যাশা ক্যাডেট একাডেমির কৃতিত্বও কম নয়।
শুরুলগ্নে থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার মান ও প্রতিষ্ঠানের পরিবেশ দিক থেকে অত্র প্রত্যাশা ক্যাডেট একাডেমি এখন শিক্ষার্থীর আস্থা ও ইচ্ছার জায়গায় পরিণত হয়েছে।’
অনুষ্ঠানের সভাপতি প্রত্যাশা ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও অবসর প্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট মোঃ আব্দুল মান্নান বলেন, তার সুচনা বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষা দিয়েছে। এই প্রতিষ্ঠানে থাকা শিক্ষক শিক্ষিকা গন অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন বিষয়ে পাঠ্য দান করেছেন যা চিরদিন তোমাদের মনে থাকবে। আর এই জন্য তোমাদের সকলেরই চির কৃতজ্ঞ থাকতে হবে শিক্ষকদের প্রতি।
কিন্তু ইচ্ছে না থাকা সত্বেও আজ আমাদের উপস্থিতিতে অত্র প্রতিষ্ঠান থেকে তোমাদের বিদায় জানাতে হচ্ছে। এই বিদায় হলো একটি সিড়ি বদলের সুত্র মাত্র। দু:খ পাবার জন্য নয় সাফল্যের এই বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে। সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক তোমাদের আগামীর পথচলা এটাই কামনা রইলো।এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বৃক্ষ প্রেমিক মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল মোমিন, প্রমুখ ।
উল্লেখ্য ঃ সিরাজগঞ্জ জেলাকে যিনি সবুজময় দেখতেচান তিনি নিজে তার ব্যক্তিগত অর্থায়নে বিনামূল্যে ছাত্র -ছাত্রীদের মাঝে দেড় শতাধিক সবুজ ভালোবাসা অক্সিজেন বৃক্ষ বিতরণ করেন বৃক্ষ প্রেমিক মোঃ শহিদুল ইসলাম তিনি ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার আগাম প্রস্তুতি গ্রহণ, প্রকৃতির সৌন্দর্য বর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়তে আজীবন মেয়াদি এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে জেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা ও বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থানে হাজার হাজার সবুজ বৃক্ষরোপণ করে অক্সিজেনের ফেরিওয়ালা হিসেবে খ্যাতি পেয়েছেন বৃক্ষপ্রেমী মোঃ শহিদুল ইসলাম।
তিনি গত ১০ বছর ধরে এ বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে তাদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।ইতোমধ্যে তিনি নিজের অর্থায়নে সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা,
সহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছেন। আজীবন মেয়াদি এই নীরব বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। এবং আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।