Saturday , 18 October 2025

এসিল্যান্ডকে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা।

॥  আসাদুর রহমান হাবিব,  দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর বদলিজনিত কারণে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে।

 

সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী তিনি বলেন ফুলবাড়ীতে দীর্ঘদিন ধরে সাংবাদিকদের সাথে সম্মিলিত ভাবে কাজ করেছি এতে আমার ভালো লেগেছে এভাবেই যদি সম্মিলিত ভাবে কাজ করা যায় দেশ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এসময় রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দদের মঙ্গল কামনা করে সমাজ সুসৃঙ্খলে সাংবাদিকদের অবদানের কথা জানান।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর রাত ৮টায় ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক হারুন-উর-রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী তিনি বলেন ফুলবাড়ীতে দীর্ঘদিন ধরে সাংবাদিকদের সাথে সম্মিলিত ভাবে কাজ করেছি এতে আমার ভালো লেগেছে এভাবেই যদি সম্মিলিত ভাবে কাজ করা যায় দেশ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এসময় রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দদের মঙ্গল কামনা করে সমাজ সুসৃঙ্খলে সাংবাদিকদের অবদানের কথা জানান। বিদায় সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন।

এসময় ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি ডাক্তার সোলায়মান মন্ডল,সাধারণ সম্পাদক আজগার আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষধক্য বাদল চন্দ্র প্রামানিক, ক্রিড়া সম্পাদক মশিউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম, কার্যকারী সদস্য ফয়জার রহমান, কার্যকারী সদস্য আসাদুর রহমান হাবিবসহ সংগঠনটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

Check Also

চোকার হাট বয়েজ ক্লাব এর উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব,  ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের চোকার …