Friday , 19 December 2025
প্রতীকি ছবি।

রাজবাড়ীতে বজ্রপাতে কৃষক নিহত

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রা জবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০ টার দিকে জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

 

রাজু অজ্ঞান হয়ে গেলে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন। বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা করছে।

নিহত কামাল শেখ ওই গ্রামের সাইদ শেখের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন। স্থানীয় ইউপি সদস্য মো. মুকুল শিকদার জানান, কামাল তার বাবা ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে মরিচক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা দৌড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে কামাল ঘটনাস্থলেই মারা যান।

রাজু অজ্ঞান হয়ে গেলে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন। বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা করছে।

Check Also

সিরাজগঞ্জে দোকান মালিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বৃ হস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:00 টায় সিরাজগঞ্জ ই,বি, …