Tuesday , 13 January 2026

হাতিয়ায় কে.টি পদ্ধতিতে টমেটো চাষে কৃষক নুরুল করিমের সাফল্য

॥ হাতিয়া থেকে ফিরে মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি এর প্রতিবেদন ॥

নো য়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর গ্রামের কৃষক মো. নুরুল করিম কে.টি পদ্ধতি অনুসরণ করে প্রথমবারের মতো মাচায় টমেটো ‘সুখি’ চাষ করে আশাব্যঞ্জক সাফল্য অর্জন করেছেন।

তিনি আরও জানান, কে.টি পদ্ধতি অনুযায়ী প্রথমবারের মতো মাচায় টমেটো ‘সুখি’ চাষ করায় অল্প সময়ে ভালো ফলন পাওয়ায় তিনি সন্তুষ্ট। এই পদ্ধতিতে একক চারা থেকে দ্রুত ফসল সংগ্রহ সম্ভব হওয়ায় ভবিষ্যতে এই চাষাবাদ আরও সম্প্রসারণের আগ্রহ রয়েছে। এছাড়া মাচা পদ্ধতিতে টমেটো চাষ করলে তাতে দাগ পড়ে না এবং পোকামাকড় ও রোগবালাইও তুলনামূলক কম হয়।

কৃষক নুরুল করিম জানান, ইস্ট ওয়েস্ট কোম্পানির নলেজ ট্রান্সফার (কে.টি) প্রোগ্রামের আওতায় উক্ত কোম্পানির ‘সুখি’ জাতের টমেটো তিনি একক ফসল হিসেবে চাষ করেন। হাতিয়ায় কে.টি কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত টেকনিক্যাল ফিল্ড অফিসার মো. রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে চলতি মৌসুমে গত ৬ অক্টোবর ২০২৫ তারিখে বীজ বপন এবং ৩০ অক্টোবর ২০২৫ তারিখে চারা রোপণ করা হয়। ৩৩০ বর্গমিটার জমিতে মোট ৮৭৭টি চারা রোপণ করা হয়। এর ফলশ্রুতিতে ৫ জানুয়ারি ২০২৬ তারিখে প্রথম দফায় ফসল উত্তোলন শুরু হয়।

প্রথম উত্তোলনে তিনি ৭৭ কেজি টমেটো উৎপাদন করেন, যার বাজারমূল্য দাঁড়ায় ৪ হাজার ৫৩৬ টাকা। এ পর্যন্ত মোট উৎপাদন খরচ হয়েছে প্রায় ৬ হাজার ৯০০ টাকা। কৃষক নুরুল করিম আশা প্রকাশ করে বলেন, ফলন ও বাজারদর অনুকূলে থাকলে সামনে আরও ৫০ হাজার টাকার বেশি টমেটো বিক্রি করতে পারবেন।

তিনি আরও জানান, কে.টি পদ্ধতি অনুযায়ী প্রথমবারের মতো মাচায় টমেটো ‘সুখি’ চাষ করায় অল্প সময়ে ভালো ফলন পাওয়ায় তিনি সন্তুষ্ট। এই পদ্ধতিতে একক চারা থেকে দ্রুত ফসল সংগ্রহ সম্ভব হওয়ায় ভবিষ্যতে এই চাষাবাদ আরও সম্প্রসারণের আগ্রহ রয়েছে। এছাড়া মাচা পদ্ধতিতে টমেটো চাষ করলে তাতে দাগ পড়ে না এবং পোকামাকড় ও রোগবালাইও তুলনামূলক কম হয়। পাশাপাশি রিলে ফসল হিসেবে একই মাচায় পরবর্তীতে সহজেই ফসল উৎপাদন করা যায়, ফলে পরের মৌসুমে উৎপাদন খরচও কমে আসে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৩ জানুয়ারি) কৃষক নুরুল করিমের প্রদর্শনী প্লটে অনুষ্ঠিত ‘মাঠ দিবস’-এ উপস্থিত ছিলেন সিএফএফ মো. সের আলী। এছাড়া লিড ফার্মার, কোর গ্রুপ সদস্যসহ বিভিন্ন এলাকার কৃষকরা মাঠ দিবসে অংশগ্রহণ করেন। মাঠ দিবসে ROI, উৎপাদন খরচ, ফলন বৃদ্ধি ও বাজার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত কৃষকরা প্লট পরিদর্শন করে কে.টি পদ্ধতিতে টমেটো চাষের বিভিন্ন দিক সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন।

বক্তারা বলেন, অল্প সময়ে একক চারা থেকে উল্লেখযোগ্য ফলন পাওয়ায় এই প্রদর্শনী প্লট কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। আগামী দিনে এ ধরনের আধুনিক ও প্রযুক্তিনির্ভর চাষাবাদ কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Check Also

গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে পরিবর্তনের জন্য হ্যাঁ-উপজেলা প্রশাসন।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ আ গামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গণভোটে দেশের …