Friday , 14 November 2025

দিনাজপুরে শুরু হয়েছে আমন ধান কাটা মাড়াই ব্যস্ত সময় পার করছেন কৃষক।

॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার অধিকাংশ উপজেলা গুলোতে শুরু হয়েছে আমন ধান কাটা মাড়াই ঘরে ধান তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

 

বাড়তি সেচ না লাগলেও সার কিটনাশক কিনতে হয়েছে বেশি দামে তাই ভালো ফলন হলেও উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় রয়েছে কৃষকেরা।
কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে প্রতি বছর দিনাজপুর জেলায় প্রায় ২ লক্ষ ৬০ থেকে ৭০ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়ে থাকে

শষ্য ভান্ডার খ্যাতো দিনাজপুর নামেই দেশে সুপরিচিত আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ভালো ফলন হয়েছে দিনাজপুরে বাড়তি সেচ না লাগলেও সার কিটনাশক কিনতে হয়েছে বেশি দামে তাই ভালো ফলন হলেও উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় রয়েছে কৃষকেরা।
কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে প্রতি বছর দিনাজপুর জেলায় প্রায় ২ লক্ষ ৬০ থেকে ৭০ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়ে থাকে এবং প্রায় ১ লক্ষ হেক্টর জমিতে সুগন্ধি জিরা কাটারিভোগ ভালো ফলন ও ভালো দাম পাওয়ার আসায় চাষ করছেন কৃষকেরা আমন মৌসুমে প্রায় ৯ থেকে ১০ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের আসা করছেন দিনাজপুর কৃষি অধিদপ্তর।

কৃষকরা জানান এবার বৈরী আবহাওয়ার কারণে বেশ কিছু জমির ধান পড়ে গেলেও ক্ষতির তেমন সম্ভাবনা নেই ফলন মোটামুটি ভালো হবে আসা করছি উৎপাদনে সার কিটনাশক কিনতে হয়েছে বেশি দামে সরকার যদি একটু নজর দেয় কৃষকরা আরও উৎসাহিত হবে ফলন ভালো হলেও ধানের দাম ভালো না পেলে কৃষকেরা লাভের মুখ দেখবেন না বলে জানান কৃষকেরা।

Check Also

সাউন্ডবাংলা-গ্লোবাল এডুকেশন হাব শিক্ষা সম্মাননা অনুষ্ঠিত

॥ নিজস্ব প্রতিনিধি ॥ সা উন্ডবাংলা-গ্লোবাল এডুকেশন হাব-সিডনি মেধাবীবাংলা শিক্ষা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। এসএসসি-এইচএসসিতে জিপিএ …