Thursday , 4 September 2025

পাংশায় পরিবেশ সুরক্ষায় তামাক চাষ নিরুৎসাহিতকরণ বিষয়ক কৃষক সমাবেশ অনুষ্ঠিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৬ মে) বিকালে উপজেলা পরিষদ হলরুমে পরিবেশ সুরক্ষায় তামাক চাষ নিরুৎসাহিতকরণ বিষয়ক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় তামাক চাষে নিরুৎসাহিতকরণ এবং রাসেলস ভাইপার সাপ সম্পর্কে কৃষক-কৃষাণীসহ সকলকে সতর্ক থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদা আক্তার নিপার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাস বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় তামাক চাষে নিরুৎসাহিতকরণ এবং রাসেলস ভাইপার সাপ সম্পর্কে কৃষক-কৃষাণীসহ সকলকে সতর্ক থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক-কৃষাণী ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Check Also

তারুণ্যের উৎসব সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলার বিপক্ষে সদরনপৌরসভা ১-০ গোলে জয়ী।

॥ এম আরিফুল ইসলাম , সলঙ্গা  (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ বু ধবার বিকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে …