Thursday , 13 November 2025

রায়গঞ্জে নিহত ২ কৃষকদল নেতার পরিবারের পাশে দাঁড়ালেন নারী নেত্রী শিল্পপতি রুহী আফজাল

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

(ম ঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫.)। গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের দিনে ৬৪-সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) এলাকার বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের নির্বাচনী প্রচারণায় গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত স্থানীয় কৃষকদল নেতা ফরিদুল ইসলাম ও ওমর ফারুক এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সদস্য, নারী নেত্রী,জাতীয় পর্যায়ের নারী উদ্যোক্তা ও দানশীল ব্যক্তিত্ব বিশিষ্ট শিল্পপতি রুহী আফজাল।

 

মোটরসাইকেলে ওই দুইজন নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন, এমন সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের উপর দিয়ে চলে যায়, রক্তাক্ত ও মারাত্মক আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই পরিবারের প্রতি সান্ত্বনা দিতেই আজকের এই কর্মসূচি পালন করেছেন বিশিষ্ট শিল্পপতি আফজাল।

 বিকেলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক ওমর ফারুক এর ডুমরাই গ্রামের বাড়ীতে যান এবং তাদের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেন। এসময় নিহত কৃষকদল নেতা ফরিদুল ইসলাম ও ওমর ফারুক এর মা ও স্ত্রী সন্তানকে তিনি বুঁকে জড়িয়ে ধরে শান্তনা দেন এবং ভবিষ্যতে এ দুটি পরিবারের সাথে থাকার আশ্বাস দেন ।

গত ৭ নভেম্বর ২০২৫. দুপুরে তাদের একই মোটরসাইকেলে ওই দুইজন নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন, এমন সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের উপর দিয়ে চলে যায়, রক্তাক্ত ও মারাত্মক আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই পরিবারের প্রতি সান্ত্বনা দিতেই আজকের এই কর্মসূচি পালন করেছেন বিশিষ্ট শিল্পপতি আফজাল।

সফর সঙ্গী হিসেবে এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর তালুকদার,ডাবলু রহমান,দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম তালুকদার,রায়গঞ্জ উপজেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক টিএম সোহেল রানা,দেশীগ্রাম ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের সদস্য রিপন তালুকদার ও ধুবিল ইউনিয়ন বিএনপি নেতা দশের আলী আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Check Also

উল্লাপাড়ায় চৌকিদাহ ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চৌকিদাহ ব্রিজ এলাকা থেকে …