শনিবার , ৭ সেপ্টেম্বর ২০২৪

দৌলতদয়িা-পাটুরয়িা নৌপথে ৭ ঘন্টা পর ফরেি চলাচল স্বাভাবকি।

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

রাজবাড়ীর গোয়ালন্দরে দৌলতদয়িা ও মানকিগঞ্জরে পাটুরয়িা নৌপথে ঘন কুয়াশায় ৭ ঘন্টা বন্ধরে পর ফরেি চলাচল স্বাভাবকি হয়ছে। সোমবার (১২ ডসিম্বের) দবিাগত রাত ১২ টার দকিে কুয়াশার ঘনত্ব বড়েে গলেে র্দূঘটনা এড়াতে ফরেি চলাচল বন্ধ রাখে ঘাট কতৃপক্ষ। পরে সকাল ৭ টার দকিে কুয়াশা কটেে গলেে পুনরায় ফরেি চলাচল স্বাভাবকি করা হয়।

 

পরে কুয়াশা কটেে গলেে মঙ্গলবার সকাল ৭ টার দকিে ফরেি চলাচল স্বাভাবকি হয়ছে।ে এ নৌপথে ছোট-বড় ১৩ টি ফরেি দয়িে যানবাহন পারাপার করা হচ্ছ।

তবে র্দীঘক্ষণ ফরেি বন্ধ থাকায় দৌলতদয়িা ঘাট প্রান্তে ছোট, বড় বভিন্নি ধরনরে প্রায় দুই-তনি শতাধকি যানবাহন আটকা পড়।ে এতে যাত্রী, চালকদরে তীব্র শীতে ভোগান্ততিে হয়ছে।

কুষ্টয়িা থকেে পরবিহনে আস যাত্রী রাশদে রায়হান বলনে, কুয়াশার কারনে ফরেি চলাচল বন্ধ হয়ে যায় এতে আমরা পরবিহন নয়িে ফরেি ঘাটে আটকা পড়, শীতে প্রচুর কষ্ট হয়। ফরেতিে ফগ লাইট লাগানো থাকলে কুয়াশার মধ্যওে ফরেি চলাচল করতে পারতো। এই রুটে যাতায়াত কারি যাত্রীদরে র্দূভোগ পোহাতে হতো না।

বাংলাদশে অভ্যন্তরীণ নৌপরবিহন র্কপোরশেন বআিইডব্লউিটসিি দৌলতদয়িা ঘাট শাখার সহ ব্যবস্থাপক আলমি দাইয়্যান জানান, কুয়াশার তীব্রতা বড়েে গলেে রাত ১২ টা থকেে র্দুঘটনা এড়াতে ফরেি চলাচল বন্ধরে সদ্ধিান্ত নওেয়া হয়। পরে কুয়াশা কটেে গলেে মঙ্গলবার সকাল ৭ টার দকিে ফরেি চলাচল স্বাভাবকি হয়ছে। এ নৌপথে ছোট-বড় ১৩ টি ফরেি দয়িে যানবাহন পারাপার করা হচ্ছ।

Check Also

সলংগায় আরিফ প্রি-ক্যাডেট স্কুল’র মা সমাবেশ পালিত।

॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ আজ ৭ই সেপ্টেম্বর-২০২৪ রোজ-শনিবার অভিভাবক (মা) সমাবেশ অনুষ্ঠিত …